মাঝে মাঝে কাঁদি আমি
মাঝে মাঝে হাসি,
মাঝে মাঝে স্বপ্ন দেখে
সুখের জলে ভাসি,

মাঝে মাঝে ঘুরে বেড়াই
মাঝে মাঝে থমকি,
মাঝে মাঝে ঘুমের ঘরে
হঠাৎ চমকি।

মাঝে মাঝে গরিব আমি
মাঝে মাঝে ধনি,
মাঝে মাঝে নিরাশায়
মৃত্যুর দিন গুনি।

মাঝে মাঝে হারিয়ে ফেলি
আমার আমি কেই,
সকল ফেলে আসি ফিরে
আবার সবার মাঝেই।

এইতো বেঁচে থাকা,
একা হলে সকল ভুলে
কবিতা লেখা।