ফিরে যদি আসেতে,
ভালোবাসতাম তোমায় সেই আগের মত।
ফিরে যদি আসতে
স্বপ্ন জাগাতাম আছে আজ যা ঘুমন্ত।

ফিরে যদি আসতে
ফিরে পেতাম হারানো দিন গুলি,
ফিরে যদি আসতে
ভুলে যেতাম মনের কষ্ট গুলি।

ফিরে যদি আসতে
রাখতাম তোমায় যতন করে বুকে,
ফিরে যদি আসতে
দুজন আবার কাটাতাম দিন সুখে।

তুমি পারো না কি সব ভুলে যেতে
কষ্ট যা মনের ঘরে।
এসো না দুজন আবার বাঁধি ঘর
একটু নতুন করে।