কে ভালো আর কে মন্দ তা জনি না আমি
সবার সাথে চলতে গিয়ে নিজে হই বদনামী।
সবাই ভালোবাসেন তাই সবাইকে ভালোবাসি,
যে আমাকে কাছে ডাকে তার কাছেই আসি।


স্বাধীনভাবে বাঁচতে চাই হয়ে মুক্তপাখি,
তবু কেন ঝরাতে হয় নীরবে দুই আঁখি।
সবার মন রেখে চলতে চাই, চাই ভালো থাকতে,
বিনিময়ে কেবল কষ্ট পাই এই ধরণিতে।


আমি সবার মূখে হাসি ফুটাতে গিয়ে নিজেই আমি কাঁদি.
সবার মন রাখতে গিয়ে নিজে হই অপরাধি।
কেন এমন হয়? সবাই কেন বুঝে আমায় ভুল,
ওরা কি জানেনা ঘাস ও পারে ফুটাতে সুন্দর ফুল।


আমায় কেউ বুঝতে চায়না এই আমার দুঃখ,
আমি ব্যথার মাঝে খুঁজে বেড়াই, বেঁচে থাকার সুখ।