আজো দেখি ডাকে পাখি তমালের ডালে,
সুর্য্য নিয়ম মেনেই ওঠে প্রাক্কালে
চাঁদ ওঠে ফুল ফুটে নিয়মের তালে
শুধু তুমি বাধা নেই নিয়মের জালে


অমাবস্যার পরে ঠিক আসে পুর্নিমা,
মেঘের পরে ভাসে আকাশের নীলিমা।
ফুল আর প্রজাপতির চলে আজো প্রেম,
শুধু তুমি আর আসবে না এই জানিলেম।