কেমন আছো?
অনেকদিন হল তোমার দেখা নেই,
তাই এখন আর খুঁজে পাই না, নিজে নিজেকেই।
অনেক কিছু ছিল তোমায় বলবার,
একই সাথে সুখে দুঃখে সময় কাটাবার।
তা আর হল না।
এমন কেন হল? আমায় বলো না
আমি কি নির্বোধ, তাই না?
তোমাকে রোজ প্রশড়ব করি কোন, উত্তর পাই না।
তোমার কি মনে আছে?
বায়না ধরে ছিলে আমার কাছে।
একটি কাপড়ের পুতুল কিনে দেওয়ার জন্য,
আমি বলে ছিলাম, কি জন্য, তুমি কি এখনো শিশু ?
তুমি বলেছিলে, তুমি বুঝবে না।
এতো দেখতে পুতুল
কিন্তু আমার চোখে সে তুমি,
আর এই পুতুলের মধ্যেই তোমার পরশ পাবো।
তা আর হল না
চির বিদায় নিলে তুমি
চলে গেলে আপন স্বামীর ঘরে,
আজ আমার জীবনে কোন ফাগুন নেই, নেই কোন বসন্ত,
একা একা পথ চলতে চলতে আমি যে বড় ক্লান্ত।