আমার ভেতর দুটি অন্তর
পরস্পর বাস করে,
একটি ভালো আরটি মন্দ
নিত্য দ্বন্ধ করে।


ভালো বলে ভালো হবে
হবে নাকো মন্দ,
মন্দ বলে ভালো সব কাজ
আমার অপছন্দ।


ভালো মন্দের নিত্য দ্বন্ধের
ঘটে না সমাপ্তি,
তাদের এমন ব্যবহারে
ব্যর্থতা হয় প্রাপ্তি।


কাটি পুড়ে শেষ হবার পর
শূন্য দিয়াশলাই।
ভালো মন্দ যা কিছু হোক
পুড়ে হবে সব ছাই।