দিদু আমার বড়োই ভালো,
দেখতে ভারী মিষ্টি।
শাড়ি পড়লে লাগে যেনো-
রূপসীদের সৃষ্টি।


মুখের হাঁসির তুলনা নেই,
সোনার চেয়েও খাঁটি।
কেউ কি বুঝবে তা বাঁধানো,
বত্রিশ দাঁতের পাটি ?


কাজে ব্যস্ত সারাদিন সে,
দশভূজার মতন।
পাঁচ সন্তানের মা'গো সে যে,
নেয় সকলের যতন।


দিদু রান্নায় পটিয়সী,
অন্নপূর্ণার এক রূপ।
ডাল, তরকারী, ভাজা, মাংস,
সব সুস্বাদু যে খুব।


বাড়ির বাগান দেখার মতো,
দিদুর হাতে গড়া।
আম, ডাব, কাঠাল ও নানা ফুল-
গাছের সারি ভরা।


অঞ্জলি নাম দিদুর ওগো,
থাকে আমার প্রাণে।
বারবার ফিরে যেতে চাই যে,
দিদুর বুকের ঘ্রাণে।