হে জননী, এবার তুমি,
এসো আমার ঘরে।
রাখবো তোমায় ভক্তি ভোরে,
খুশি নাহি ধরে।


মঞ্চ গড়বো হৃদয় জুড়ে,
রঙিন আলতা দেবো।
সর্ব স্বরূপ মা'গো তোমার,
আপন করে নেবো।


মহালয়ার ভোর বেলাতে,
বিশ্ব জেগে উঠবে।
বাজবে তোমার আলোর বেনু,
নবজীবন ফুটবে।


পঞ্চমীতে প্রতিষ্ঠিত,
মা'গো তোমায় করবো।
ষষ্ঠী থেকে দশমী যে,
আনন্দতে ভরবো।


পাঠাবো না তোমায় যে আর,
তোমার স্বর্গ দোরে।
রেখে দেবো যত্নে ওগো,
ছেড়ো না আর মোরে।


প্রার্থনা মোর হোক মা পূর্ণ,
তোমারই যে বরে।
আমার গৃহে যেনো স্বয়ং,
দূর্গা বসত করে।