গ্রীষ্ম এলো গরম নিয়ে,
নদী সব হয় শুকনো খড়া।
বর্ষার কালো মেঘমন্ডল
করে চারদিক জলে ভরা।


শরৎ আসে শিউলি কাশে,
সুগন্ধময় মাতৃধরা।
হেমন্তের যে বড়ো দুঃখ-
কেবল শুধুই পাতা ঝরা।


শীতের ঠান্ডা কুয়াশাতে
সুস্বাদু সব পিঠে গড়া।
বসন্তে যে কোকিল ডাক আর
দোলের রঙের বৃষ্টি পড়া।


প্রকৃতির এই মরশুম মালার
সুন্দর দৃশ্য মুগ্ধ করা।
ঋতুরঙ্গের ছয়টি ঋতু
পূর্ণ করে সৃষ্টির ঘড়া।