আবেগের পিছল পথে এসো না,
ভেসো না প্রণয়ের স্রোতে খড়কুটো হয়ে,
আমি বয়ে যাই নোনা তৃষ্ণা বুকে নিয়ে সমুদ্রের পানে,
প্রচ্ছন্ন প্রেম, অনধিকার দাবি, উচ্ছন্ন জীবন-
সযতনে সচেতনে ঠেলে দিও ঘাটের মরা ভেবে!

পুষে রেখো শুভকামী ভয়ভীতি, কিছু যৌক্তিক আশংকা,
মেপে রাখা পথে কোরো প্রাতঃভ্রমণ প্রতিদিন,
যাপিত জীবনের সুখ-দুখ নিও তুমি পরিমিত ডোজে,
কেন কি, কোনটাই বেশী ভাল নয়, তুমি জানো!

কি হবে বলো বকে গিয়ে!
অক্ষত থাকুক বাবামা'র লালিত বিশ্বাস,
সস্তা মদে জীবনকে দামি করার বৃথা আয়োজন,
সভ্য চুমুকে চুমুকে একে যাও জীবনের ল্যান্ডস্কেপ,
কেন কি, পোট্রেইট বড় কড়া, তুমি বোঝো!

তবে কিনা মানুষমাত্রেই ভুল করে,
তুমি ভুল করতে করতে শুধরে নিও;
মনের গোপন গর্ভে যদি বাড়ে কোন শিশু,
তুমি গর্ভপাত করে ফেলো,
আমি তোমাকে নিষ্ঠুর বলব না!