চিত্তপটে ভেসে উঠে সেই শিউলির তল
আর তটিনীর পাড়ে আন্দোলিত কাশফুল ৷
আমি একাকী শুধু এদের সঙ্গ মায়া
স্নিগ্ধ সমীরণ আর তার কোমল ছোঁয়া ৷
কাশফুলের নাচন আর তাঁর বিরামহীন আন্দোলনে,
সরিতের মৃদু হিল্লোলে,নদীর অবিরাম কলকল তানে,
অচণ্চল পরাণ মম উঠে কেমন দুলে,
আনন্দের শয়ন ‘পরে পড়ছে যেন ঢুলে ৷


রাখাল ঐ গাঁয়ের মেঠো পথটি দিয়ে
গুনগুনিয়ে যায় তাঁর গোরুর পালকে নিয়ে ৷
ঐ দূরে এক সবুজ তৃণের চরে
গোরু ছেঁড়ে শিউলি তলে বাঁশরিতে তান ধরে ৷
গগনচর উল্লাসেতে করছে সেথা খেলা
সাঁঝের কিছু আগের মুহূর্ত বেলা ৷
ভেসে আসে তাঁর বাঁশির মনোহর তান
মেতে উঠে মোর হৃদয় চিত্তপ্রাণ ৷


সাঁঝের বেলায় ঐ অসীম অনন্তে
উঠিল বঙ্কিম চাঁদ পশ্চিম দিগন্তে ৷
তারা সবের মিটমিটি চাওনি এই অনন্ত পুরে
ঝিকিমিকি করিছে তারা ঊর্মিতালে, সারা প্রবাহিনী জুড়ে ৷
গাঁয়ের কলাবধূ তুলসী তলে সাঁঝ বাতি দিল
নতশিরে,করজোড়ে বিধাতার কাছে মাগিল ৷
প্রাণ মম উঠিল নেচে তটিনীর এমন ঊর্মিতালে
আনন্দধারা ঝরিছে মোর নিবিড় মনের অন্তরালে ৷