দিবস অবসানে আমার
বাড়ি ফিরে যাওয়া,
শ্যামলভূমি পড়বে এবার ঘন তিমির ছায়া ৷
পশ্চিমে ঐ সবুজ আবার
ডাকে আমায় পিছন পানে
সাবধানী হাতে,গোপনে গোপনে ৷


ঘোরাও সারা পিছন ফিরে
কি শোভা! ঐ পশ্চিমেতে,
রক্ত আকাশ,রাঙা গাঁ ওই সীমানাতে ৷
খেলছে রবি সুদূর পানের শূণ্যঘিরে
বনলতা আর তরুর সনে,
রক্ত মাখি,গোপনে গোপনে ৷


চিত্ত আমার ভাসিয়া যায়
দূর গাঁয়ের ঐখানে রে,
সেথায় রক্তদিঘি’র মাঝে ওরে
মন মম ডুবিয়া যায়
রাখিয়া খেয়াল চারিপানে
সাবধানে,গোপনে গোপনে ৷


রক্তিম রবি হারিয়ে গেছে
কখন ঘন শাখী’র মাঝে ?
শঙ্খধ্বনি বাজিল কখন সাঁঝে ?
আঁধারকালো তিমির নেমেছে
কখন সুদূরগাঁয়ের দেহমনে
মোরে বিমোহিত ক’রে,গোপনে গোপনে ৷


কল্পনা আমার ভাঙিল শেষে
অজানা ধ্বনি সহসা শুনি,
আমার পিছে ন’দশ  হাত গুনি ৷
এমন স্বর ভয়বেশে এসে
বসিতে চায় মোর সারা দেহমনে
পাথর হ’য়ে,গোপনে গোপনে ৷


বাসায় ফিরিয়া ঘাটের ধারে
বসিলেম কিছুক্ষণ ৷
পানি ‘পরে ঢেউ তুলিল মৃদু সমীরণ ৷
কলমীফুল নাচ করিছে ডোবার চারিপারে
শান্ত প্রবাহীর টানে টানে,
নিবিড় পুলকে,গোপনে গোপনে ৷


শয়ন ‘পরে রাতের বেলায়
ভাবনা সকল একেক ক’রে বিরাজে
আমার গভীর তন্দ্রামাঝে ৷
তাঁরা তুলি দিয়ে দাগ কেটে যায়
মোর মনের এখানে ওখানে
আলতো ছোঁয়ায়,গোপনে গোপনে ৷