আমি দেখেছি দিনের নভোনীল আসমান
আমার সুন্দর পৃথিবীর সিক্ত মাটি হতে—
আরও কত অজানা পাখি দেখেছি আমি যেতে
ওদের আপন শান্তিনীড়ে আঁধার নামার আগে ৷
আমি দেখেছি রাতের আঁধার,আঁধারে মোড়া আসমান—
নীরবে আমায় দিয়েছে পরশ শীতল সমীরণ ৷
আমি দেখেছি তারার সারি,শশধর—সবে মিলে একসাথে
আপন অথবা পরের আলোয় করেছে আকাশ আলোময় ৷
আজ এ দীপাবলির রাতে সকলে আনন্দে মেতেছে—
আতশবাজি,ফট্কা ফাটছে কত—আমি দেখছি হায়
আজ ধূলিমলিন আর ধোঁয়াটে রাতের আকাশ—
ভরেছে নানা প্রতিধ্বনিতে—যেন পৃথিবী শব্দময়!
আমি দেখছি না কোন পাখি,কোন তারা আজ রাতে ৷
হয়তো তাঁরা ভয়ে লুকায়েছে আপনারে—
জানি না কোন্ অজানা নীরব আঁধারের সাথে ?
ওরা ভাষা জানে না মানুষের—প্রতিবাদে নামে না পথে !
বিরোধের ভাষা জানি আমরা—আসে না কভু তা মুখে,
আমরা মানুষ—পৃথিবীর জঞ্জাল!থাকি না তাঁহার দুখে ৷
পৃথিবী একদিন কঠিন হবে—জানি না তা কবে ?
সেদিন ও কি মানুষ এমনি র’বে,এমনি ক’রে সব স’বে ?