মা'র নামে রেখেছি তোমায় ধ'রে
মোর এই ছোটো কুঁড়ে ঘরে–
স্নেহমায়া দুঃখ যেথা বিরাজে'
দিবসরজনী ৷
জানি না জানি তোমায় অবিরত
দুঃখ আঘাত দিয়েছি শত
মত্ত উন্মাদ ছেলের মত
তোমার কুলেতে এসে
দিবসরজনী ৷
আঘাত দিয়েছি কত তোমার প্রাণে,
তবু চাওনি ঘৃণার নয়াণে
তুমি,তোমার এ পাগল পানে,
ক্ষণিকের লাগি ৷
তুমি মুখ বুজি সয়েছ আমার
যত আঘাত,অন্যায় আবদার ৷
সনের পর সন তুমি করেছ পার
অমনি করি
সকল ভুলি ৷
আমার মত্ত লোভী মনে তবু একবার
আসেনি ভাব ক্ষমা চাইবার,
তুমি করেছ ক্ষমা তবু বারেবার
এমন ছেলেরে ৷
তোমার স্নেহমায়া আশিষগুলি
দুঃখ আঘাত অপমান ভুলি
তুমি দিয়েছ সবি তুলি
আমার এ শিরে,
এমন ছেলেরে ৷
মম জীবনের তুমি মঙ্গলকামী–
এতদিন বুঝিনি আমি,
তুমি আমার "মা" নামী
এ সংসারের দেবী ৷
এ ভূবন প'রে
তুমি বিরাজ' ঘরে ঘরে
আপন মহিমায় ৷
কোন কালিমা তব পরশ নাহি পায় ৷