আঁধার বারিবালা,আমি তোমায় বাঁধিব আমার প্রণয়ে—
রাখিব আমার প্রণয়িনী ক’রে,
আমার এ দুঃখের ছোটো ঘরে!
থাকিব মোরা মিলেমিশে ওহে এ সুন্দর রচিত মলয়ে!
দেখিবে সবাই তোমায় আমায় বিস্মিত সকল নয়নে!
এসো,এসো,এসো আঁধার বারিবালা,মোরা এ লগনে
মোদের প্রাণ দুটি বাঁধি—এ মধু প্রণয়ে ৷


সেদিন তুমি পারিবে কি বধিতে তোমার এ প্রণয়ীরে—
তোমার ঐ তমসার মসি হাতে,
বা ঐ ভয়াল আঁধার নয়নপাতে?
নাকি তুমি আমার প্রেম মোহে সাজাবে এ পৃথিবীরে,
নতুন ক’রে নতুন স্বরে নতুন গানে বা নতুন স্বপনে!
এসো,এসো,এসো আঁধার বারিবালা,মোরা এ লগনে
বাঁধি ঘর,খুলি প্রাণ এই খোলা সমীরে ৷
                  *********
                        ***
                          *