***************
হায় রে ধরাভূমি,হায় রে ধরাসংসার
আর হায় রে আমার ধরাসংসারের বিধাতা!
তুমিই পাঠিয়েছো প্রিয়া-প্রিয় কে ধরার
এ বিশাল সংসারের রঙ্গশালায়—দিয়েছো ভালে
চিরকুট এঁটে;আমরা নট-নটী!
অথচ কালের নিয়মে আজ প্রিয়া সামনের সারিতে,
লেখক-লেখিকা অথবা কবি-অকবির পান্ডুলিপিতে
অথবা শিল্পীর তৈলচিত্রে—তাঁদেরই আজ অবাধ বিচরণ!
জিজ্ঞাসো যদি কেন ? তবে খোঁজো সে কারণ,
বেছে বেছে দেখো শত শহস্র কবিতা-কাব্য
অথবা গল্প-উপন্যাস ও তৈলচিত্র—পরে আছে লাটে লাটে
লেখক-লেখিকাদের তাকে তাকে,
অথবা গ্রন্হাগারে বা মিউজিয়ামের পান্ডুলিপির স্তুপে
অথবা কোনো বিখ্যাত দীর্ঘ দরদালানে!
খুঁজতে খুঁজতে তুমি স্বয়ং কোনো প্রিয়ার মধুমাখা রূপে
হারা’বে তোমার মন! প্রিয়ার প্রেমে তুমিই খ্যাত হবে—
তারপর রচিবে কত প্রেমিকার সৌভাগ্য!
ধীরে ধীরে তোমার শাণিত কলমে অথবা রঙের বুরুশে
জন্ম নেবে স্ট্যান লি’র ম্যারি জেইন ওয়াটসন
অথবা লিউনার্দো ভিনসি’র সালভেটর মুন্ডি বা মোনালিসা!
প্রিয়ার রূপ,প্রিয়ার নাচন,তাঁর চলন-বলন
বাদল ধারার মতন ঝরবে তোমার মাখন মাখানো মার্জিত
সব তৈলচিত্রে অথবা কবিতায়—
শুধু তুমি কেন আমরা সবাই এ পথের পথিক!
আর তোমার ভাগ্য যদি কথা বলে তুমি
হ’য়ে যেতে পারো জুডিথ্ লেইস্টার-এর ‘দি জলি টপার’!
                   ***********
                         *****
                             *