**********
তোরে ভালোবাসি রে—ওরে নব বসন পরিহিতা !
চেনা অচেনা ভাবায় আমায়—প্রাণে জাগে পিরিতি;-
নতুন পুরাতন তুমিই তো—তাই নাহি কোনো ভীতি ৷
তোকে দেখার জন্য আমি বারবার ছুটে আসি;-
সপ্তাহের দিনে মোর অধরে জেগে উঠে হাসি ৷
যাই না কোথাও তাই পূজার ছুটিতে;
র’য়ে যাই ঘরে,শুধু তোকে দেখবো বলে ৷
ঘরে থেকেও মন আমার রহে না শালে—
ছুটে যায় পূজার বানানো-সাজানো মন্ডপে;
শুধু তোকে দেখবে বলে—
অথবা সবেগে ধেয়ে যায় ওই বিজন তরি তে—
বাঁধা আছে অঞ্জনার ঘাটে-শান্ত জলে;-
সেথা বসে সে বিছানো নবীন রাঙা সপে—
নৌকার ‘পরে ছই-এর তলে—
শুধু তোকে দেখবে বলে ৷
তোর আশায় ব’সে থাকে এ ব্যাকুল মন;
কখন তুই যাবি এ পথে এলানো চুলে
আর রক্ত রাঙা টিপ তোর প্রশস্ত কপালে—
তোর এরূপ দেখবে বলে ৷
তোকে ডেকে নিয়ে বসা’বে নৌকায়;
ঘোরাবে তোকে অঞ্জনা জুড়ে—গেয়ে
মাটির গাঁয়ের গান—কাঁচা গলার স্বরে ৷
আবার এ মন ভাবে—তোর হাত ধ’রে
ঘুরে বেড়া’বে তৃণাবৃত শ্যামল চাদরে—
প্রকৃতি ভালোবেসে,যতনে পেতে রেখেছে
তোর আমার এ অঞ্জনার বা’চরে—
কিন্তু—তুই এলি না—এ পথে;কেন জানি না ৷
ও হো—হায়!ভুলে গেছি রে আমি !
তোকে তো বলাই হয় নি;-তোকে ভালোবাসি ৷
তাই বুঝি তুই আসিস্ নি এ পথে!
কহিতে পারি নি তোকে ভয়ে অথবা লাজে—
যদি তুই চ’লে যাস আমায় ছেড়ে বহু দূরে—আরও দূরে ৷
তার চেয়ে বরং থাক্ আমার ভালোবাসা তোকে ঘিরে
গোপনে—আমার অন্তরে;-মনের গভীরে ৷
             ***********
                   *****
                       *