গলে আমার সুর আসে না
      আমি যখন গাই ৷
      আকাশ ভরি বেসুরে তাই
সুরে বাঁশি বাজে না ৷
আমার গানে আকাশপ্রাণ
মাতে না,মাতে না ৷


আমার গানের বেসুরে
      পলায় সবাই অনেক দূরে ৷
      দুখে তাই ঘুরে ঘুরে
যাই অজানার বিজনপুরে ৷
আমার গানে সুমনপ্রাণ
ভরে না,ভরে না ৷


কচিকাঁচা আমার গানে
      ধাওয়া ক’রে আসে ৷
      ভয়ের কণা একরাশে
ছড়ায় আমার মনেপ্রাণে ৷
আমার গানে রাখালপ্রাণ
জাগে না,জাগে না ৷


কবিরা আমায় নিয়ে,
      লেখে না কোনো করুণায়,
      তাঁদের কবিতায় কবিতায়,
স্নেহের কলম দিয়ে ৷
আমার গানে কোনো প্রাণ
আনন্দে গাহে না,গাহে না ৷