ইতিহাসের পাতায় ছোট্ট ছেলেটি দেখেছিল মোনালিসার ছবি-
লিউ নার্দো দা ভিন্সি’র বিখ্যাত স্বপ্নমাখা মোনালিসার হাসি;
সংরক্ষিত আছে বিশ্বের বৃহত্তম শিল্পের যাদুঘরে
বহু যত্ন ক’রে—প্যারিসের লুভরে ৷
ছেলেটি দেখেছিল সেদিন পাঠশালের প্রাচীরে
খাটানো গোটা দুনিয়ার মানচিত্র! অথবা তক্তপোশের ‘পরে
বানানো অক্ষে ভ্রাম্যমাণ-নীরবে দাঁড়িয়ে থাকা
গোলাকার এ স্বাদের ধরা—জলাশয় মহাদেশ অঙ্কিত
নানা রঙ্ ও বর্ণে শোভিত!
পবিত্র চিন্তনে মনের গভীরে
নির্মল এক প্রশ্ন ছুড়েছিল সে-সমগ্র শ্রেণীর তরে-
‘এ তো দূর নয়-এক হাত
দু’হাত-খুব বেশী হলে!
চল দল বেঁধে ঐ মানচিত্র ধ’রে
মোনালিসার তৈলচিত্র দেখে আসি
ঐ প্যারিসে-লুভরের যাদুঘরে ৷’
ক্লাস উঠেছিল হেসে বোকা ছেলে ভেবে ওরে ৷
হেসেছিল সেও উঁচ্চ স্বরে
মনের নির্মলতায়-প্রাণ ভ’রে ৷
কেউ ভাবেনি অথবা বোঝেনি সেদিন-
‘দূর হ’বে কাছে একদিন’!
বুঝেছিল সেই-সে কবি সৌখিন!
       **********
             ***
               *