একি শব্দেরা আজ আন্দোলনে!
নাকি আমার স্বপ্নের আলোড়নে!
নয়ন মেলে দিলাম আমি
আরামের শয়ন ছাড়ি’-
সারে সারে একের পর এক দাঁড়িয়ে
শব্দেরা, রাজপথের ধারে, হাত বাড়িয়ে!
মুখে কথা নেই, সবাই নিশ্চুপ;
কেবল নীরব হাসি বিদ্রুপ!
নতুনের ভিড়ে,ইংরেজের গোলমালে,
আজ দিশেহারা কেউ!
হারিয়ে যাচ্ছে একে একে,
নব প্রজন্মের আড়ালে!
চাপা পরে আছে বইয়ের স্তুপে-
কেউ খুলেও দেখেনি ভুলে,
উৎসুক হৃদয়ে, কতদিন কতকালে!
তাই ওরা আজ হাজির মোর দুয়ারে, সদলে!
করুণার আঁখি সব কয় আমায় ডাকি’,
কবি বাঁচাও মোদের তব কবিতায় আঁকি’৷
কঠিন চিন্তায় ঘামে ভিজে আমি-
নিদ্রাবেশ ভাঙি’, ছাড়ি মুক্তির নিঃশ্বাস, একখানি ৷
*****
***
*