পটভূমিঃ মেঘের দিনে প্রথম আকাশপথে ভ্রমনের সময় লেখা।
*********
কপাট খোলা,জানলা খোলা,খোলা আমার প্রাণ,
আকাশ খোলা,বাতাস খোলা,খোলা তোমার গান ৷
আজি মেঘের এমন স্বরে
প্রাণ মোর যায় উড়ে,
খোলা আকাশ পানে—পেয়ে হাওয়ার নিবিড় টান ৷


বাদল মেঘ ডাকছে আমায় বিজলির আঁখে আঁখে ৷
শীতল পরশ অঙ্গে রাখি বাতাস আমায় ডাকে ৷
আমার মন ভেসেছে আজি
মেঘের ‘পরে—স্বয়ং সে মাঝি ৷
পবন টানে চলছে সে রে হাওয়ার পাকে পাকে ৷


মেঘের ‘পরে রবির আলো ঝরিছে এক অরূপ রূপে,
শুভ্রবারি গড়িছে ওই হীমগিরি মেঘের স্তূপে স্তূপে ৷
এমন শোভা এমন ক’রে
দেখতে পেলাম বারিদ ‘পরে ৷
হৃদয় আমার জুড়িয়ে গেল মেঘের এ বিশ্ব রূপে ৷
                 *********
                       ***
                         *