***********
তোমার লাবণ্যের ছোঁয়া আমি দেখিতে পাই
যখন আমার মনের নয়নের গভীরে তাকাই ৷
থরে থরে সাজা’য়ে রেখেছো তুমি
তোমার এ শ্যামল ঘন বনভূমি—
দিকে দিকে তুমি দিয়াছো ওদের যথাযথ ঠাঁই ৷
তোমার লাবণ্যের ছোঁয়া আমি দেখিতে পাই
যখন আমি তোমার হৃদয়ের গভীরে তাকাই ৷


জড়া’য়ে রেখেছো তুমি তোমার স্বাদের ধরারে—
চন্দ্র সূর্য্য গ্রহ তারা দিয়ে—আর তব নীলাম্বরে ৷
আমরা তারি মাঝে করি দর্শন
তোমার মধুর লাবণ্যের বর্ষন—
বরষে তোমার ধরায়—সবই তোমার দয়া ই ৷
তোমার লাবণ্যের ছোঁয়া আমি দেখিতে পাই
যখন আমার মনের নয়নের গভীরে তাকাই ৷


বিছা’য়ে রেখেছো তুমি তোমার বারি আধার—
ডোবা পুকুর নদী নালা আর বিস্তর পারাবার ৷
বারি বায়বীয় হয় তোমার মায়ায়
বারি হইয়ে তাহা নামে এ ধরায়—
এ তো তোমার নিয়মধারার পরম দাওয়াই ৷
তোমার লাবণ্যের ছোঁয়া আমি দেখিতে পাই
যখন আমার মনের নয়নের গভীরে তাকাই ৷
            ***********
                  *****
                      *