আর তুইও
যে নাঙ্গলের ফলা মসৃন
তাতে সঁপে দিলি উর্বরতা


যত্নের ভাঁজ
এই অ্যাডিপোজ
ফুরিয়ে সন্ধ্যা নামলে
ছারপোকারা নিরুদ্দেশে


ফ্যাকাশে উরুতে
নোঙর ফেলেনা রাতের জাহাজ


সমুদ্রের যে পাশটায় আকাশ নেমে গেছে
সেখানে হারিয়ে যায়
ছোট ছোট লাল বাতিগুলো


এক নিমেষে