জটলা পাতায় আগুন
সরষে ফুলের হলুদ দিয়ে
চোখ জুড়িয়ে নাও
জটলা পাতায় আগুন
পিঠে কেমন ফাটল ধরে
পাখনা বেরিয়ে এলো, উড়বো উড়বো
মেঘের দেশে ঘর বানাবো
দেখো কেমন হেঁচকা টানে
শেকল ছিঁড়ে গেলো, গেলো গেলো
ঘিলুর যতো পুরান নতুন
জটলা খুলে গেলো
জটলা পাতায় আগুন
আবে ছন্দ মাড়াস কেনো
হাওয়ায় ভেসে কাব্যি করছি
হোঁচট না খাই যেনো, যাচ্ছে যাচ্ছে
সিঁড়িগুলো কেমন জানি
এস্কেলেটর হচ্ছে
আজকে শালা আমিই রাজা
দশেক নিমাই ঠাসা
কোথায় খুঁজবে? জানোই আমার
মেঘের উপর বাসা