মস্তিষ্কের বারান্দায় ভেজা কাপড়
তোমার খালি পা, ঘাসের চাদর
খন্ড খন্ড স্মৃতি আর ধার করা শব্দে লেখা কবিতা
এতোটুকুই, বিশ্বাস করো ঠিক এতোটুকুই আমার


বেলে মাটির উৎসবে অজ্ঞাত সন্ধ্যের ঝড় আসুক
নতুবা ত্রিশোর্ধ রিসিডিং হেয়ারলাইনে
অবেলায়, কাজে-অকাজে জাগতিক সমাচার
আর আধবেলার ঘড়ি দেখা সংসার চেপে বসুক
শামাদান বেয়ে পড়া গলিত অস্থিরতা
তোমার অনামিকায় জড়ানো স্বর্ণলতার প্রহর
বিশ্বাস করো, সেই রাতগুলো সব
আমার বাক্সে লুকোনো পরম যত্নের সম্পদ