দূরে ঐ কদম তলে,
বাজে ডাকাত বাঁশি;
আমি লো স‌ই, স‌ইতে নারি,
মন করে আবেশি।


ও প্রিয় স‌ই, ধরছি পায়ে-
বল্‌না তারে গিয়া।
জাত-কুল-মান, সব‌ই নিল
নিবে এবার হিয়া!


আমার নামে, বাজায় কালা
ডাকাতিয়া বেণু,
সুরে-স্বরে ভূবন ভরায়-
যখন চড়ায় ধেনু।


জ্বালায় সদা তোদের কানাই,
নদীর ঘাটে, ননীর হাটে,
লয়রে পিছু সদাই আমার,
যেথায় আমি যাই।


র‌ইতে নারি, গৃহের মাঝে-
পায়ের নূপুর কেবল বাজে-
লোক-লাজের‌ও ভয় করেনা,
অশান্ত মন আর মানেনা
সদাই ভাবি, কি যে করি-
চিত্ত সদাই ব‍্যকূল ধরি,
দিন-দুপুরে আমি লো স‌ই
কদম তলায় যাই।
ওলো স‌ই, পায়ে ধরি-
গোপনে কানারে হেরি
বলিস্ তারে যতন করে,
বেণুতে মোর নাম না ধরে
আমি লো স‌ই, স‌ইতে নারি,
মন করে আবেশি;
দূরে ঐ কদম তলে,
বাজায় যাদব বাঁশি।


(২০১৬, ১২ই জুলাই, বুধবার)