বগুড়ার বাতাসে ভেসেছিল কাল
রাতে মানবতার নির্মম
ক্রন্দন শোনেনি কান পেতে কেউ;
শুনেও কেউ ভান করেছিল শোনেনি,
কেউ কাছে আসেনি,বাঁচাতে তবুও
এক মৃত্যু পথযাত্রীর কাছে;


এক অসহায় সে স্ত্রী বিফল চেষ্টা
চোখের সামনেই উবে গেল এক
হতভাগা স্বামীর অতৃপ্ত আত্মা ;


কাল রাতে হেরেছে ঐ মানবতা
করোনা নামের সে আতংকের কাছে
পাছে নিজেই মরি..
সেই ভয়ে মরল মানবিক বোধ...!


ক'জন ডাক্তার আছে এই দেশে ?
ক'টা হাসপাতাল? ভেন্টিলেটরই বা
ক'টা আছে সেথা?
কি হবে সে হিসেবে? যদি মানবতা
মুখ থুবরে পড়ে?
বিনে চিকিৎসায় মরে যায় যদি
স্বাধীন এ দেশের মানুষ?
যাদের মৃত্যুর গোঙরানি শব্দ
শোনা ছাড়া কিছুই করার থাকে না
নিরুপায় স্ত্রী আর সন্তানদের;


অসহায় নারী সে
কাল রাতে দেখেছে স্বামীর মৃত্যু
এক অনিবার্য বিচ্ছেদ কাল
অসহায় বালিকা দেখেছে এক
নির্মম মৃত্যু প্রিয় জনকের;


কাল রাতে হেরেছে মানবতা ঠিক
গভীর রাতের ও করুন কালোয়
কাল রাতে হারলো মানবতা বুঝি
অমানবিক আর অচেনা আলোয়..!?..