সত্যকে লুকিয়ে রাখা যায়?
না কী কোনো মিথ্যা?
কী বলো ছন্দ কি কোন সংবিধান?
না কী তুমি কোন কবিতাবেত্তা?
ইতিহাসবিদ তুমি হতে পারো তবে যে ইতিহাস
পড়ে আছে চাঁপা যে ইতিহাস ফাঁকা আর ফাঁপা
অথবা অনির্ণেয় কারো মিথ্যার কাঁপা হাতে লেখা
তেমনি সাজানো সত্যকে আমরা বলি না ইতিহাস!
হিসেবি অক্ষরকে হয়ত বলো তুমি কবিতার চাষ!
কিন্তু কবি কোনো মিথ্যার গেলামী করে না
করতে পারে না কবি,বিশ্বাসঘাতক হতে পারে না
মানুষের হৃদয় নিয়ে খেলতে পারে না...পারে না
মিথ্যার উপাসক কবি হতে পারে কি?.. পারে না...
মিথ্যারা মিইয়ে যায় পৃথিবীতে তারা ধোকা বিনে
আর কিছুই দিতে পারে না....পারে না..পারে না..