যখন রাত হয় তখন মনে হয় অন্ধকার
গ্রাস করে নিয়ে যাবে সব পাখিদের কলরব
শুনে ঘুম ভেঙে গেলে মনে হয় আলোর বন্ধ দ্বার
খুলে গেছে পালিয়েছে মুখ পোড়া নিশির কুশিলব
ধবধবে ফর্সা আকাশ হৃদয়চারিণীর চকচকে চোখ
উদ্ভাসিত হোক উন্মীলিত হোক;


থরে থরে মেঘের পালে বাতাসের ঢেউ
মেঘচড়া রাখালের মত পাহাড়া বসায় নীলে
বিলের পানির উপর ভেসে থাকা শাপলা কেউ
ছড়িয়ে দিয়েছে যেন হৃদয় তার দুই হাত মিলে
মিশে ছুঁয়ে দিক আমার কপোল;


তবু সুখ কেড়ে নেয় কোন কোজাগরী চাঁদ
একবার জ্যোৎস্না ফুটে গেলে বকুলের মত
গন্ধ ছড়িয়ে গেলে সুবাসিত বসন্ত রাত
কেউ এসে পিছু নেবে হয়তো হঠাৎ
আর হবো আহত ;