আমাদের হাবু খুব বেশি ভাবু
ভাবতে ভাবতে হয়েছে কাবু!
খায় দায় ঘুম যায় শুধু ঐ লাবু
কেউ ডাকে তাকে বলে মোটা বাবু!


হাবুতে লাবুতে নেই বেশি মিল
একদা দু'জনে মুখো মুখি কিল
দিল যে এমন, ঘুসি কা'র নাকে
দু'জনেরি দাবি সে মেরেছে তাকে!
হাবু কয় লাবু দ্যাখ ফাঁটা তোর নাক
লাবু কয় তুই বুঝি একাই চালাক!


নাক ফাটলে তবে ফেটেছে তো হাত
দু'জনেরি তবে হলো বাজিমাৎ!
দেখে শুনে মামা, বলে তোরা থামা
হার জিৎ পরে বাছা দেখি তো রে জামা!
খুঁজে খুঁজে দ্যাখে নেই কারো ছেঁড়া
মামা রায় দিল নয় কেউই সেরা !
জামা যদি নাই রে গেল ছেঁড়া কিছু
দু'জনই হারু তয় মাথা কর নিচু!


সেই থেকে দু'জনে আর কাড়া কাড়ি
করে না কখনো আর মারামারি!!
এই ভাবে জিতে যায় আমাদেরই মামা
দু'জনের মুখেতে ঘষে দিল ঝামা!!!