জানি জানি তোমার
        এলিয়ে দেওয়া
              কবিতার দেহ
               রগরগে ঠোট
                   বাসন্তি শরীর বিকিয়ে দিয়েছো আজ
                  কোজাগরি চাঁদ চোখ
             খুবলে নিয়েছো কিছু
                      কামড়ানো দৃষ্টির থেতলানো চুমো
                         চাটতে এসেছো তবু সুডৌল সিঁথিতে
                       রেখেছো অবৈধ আঙুল তোমার
           ঘোরে ফেরে রাতের ট্রামে
        ঘরে ফেরা ইচ্ছে দিয়েছো গলাটিপে একদিন
       টিউলিপ তোমার শরীরে পারদের গন্ধ
                  নিয়ে হেসেছো খিলখিল নির্যাতনের উপহাস
            সময়ের ধর্ষনে কর্ষনে মননে তোমার
শুধুই লিভ টুগেদার মিথ্যা প্রেম প্রেম উপভোগ
উপজাত চিন্তারা মেলেছে ডানা কষানো মাংসের স্বাদ নয়
কাঁচা কাঁচা কচি কচি চাও
আমি জানি সব জানি বলব না কেন
তুমি আসবে না থাকবে না নিয়মের বেড়াজালে
কবিতার স্ফূর্তিরা নেই? নিষিদ্ধ তোমার দেবতার দেবী
বুঝি তোমার সব দাবি মেটাতে
পারবে কেবলি সুন্দর ভয়ংকর মৃত্যুর বলাৎকার
কেউ চায় না তবু এটাই জীবনের ঋণ
মেটাতে হবে মৃত্যুর অমোঘ প্রেমে!!.....