করোনায় কবিদের চলছে দাপট
ঘরে ঘরে হাতে হাতে ওঠে যেন ঢেউ
পাকা ব্যবসায়ীটার কলমেও চোট
এ করোনার সুবাদে বাকি নেই কেউ!


করোনায় কবিদের চলছে আবাদ
কবিতার বীজ গুলো চারা হয় ঠিক
কলমের খোঁচাতেই কাটুক বিষাদ
করোনার কপালেতে কবিতার কিক্ !


করোনা দিয়েছে আজ কবিদের ফুরসত
পাঠকেরা টের পায় কি যে তার খেসারত!
নুন আনতে যাদের ফুরায় রে পান্তা
তারাই বোঝে কেবল করোনার দানটা;


মুখে শুধু ফেনা তুলি কাছে যাই ক'জনে
কয়টাকা দান করি আত্মীয়-স্বজনে
কবিরা মহৎ হয় কথা-কাজে দু'টোতে
কারো পেট চলবে কি কলমের গুতোতে?
কলমের সাথে চলো ধরি আজ কাজটাও
সুখের সাথে ধরি ব্যথার ওপাশটাও!
চলো যাই খোজ করি কার পেট চলে না
লজ্জায় শরমে কে কথা বলে না!
চলো খোজ করি আজ বন্ধু্ গো গোপনে
চলো ছুটে যাই প্রেম সত্যিই বপনে...