বিক্ষিপ্ত অবদমিত ভাবনারা
মাঝরাতে হঠাৎ বমি করে দিল
আমি অবাক;চেতনার পেরেক
কিভাবে উপড়ে দিল অবচেতন মন!
ভাবগুলো আপনি খুঁজে নিল কথার নকশাঁ;
প্যাটার্ন পেয়ে গেল ঠিক আশ্চর্য্য!
আমি যা বর্জ্য
আবর্জনা ভেবে ফেলে রেখে
এসেছিলাম ভাগারে;
তাই আজ অনুভুতিতে জাগল সতেজ লাগল সরস একেবারে;
সুচিন্তিত সুগ্রন্থিত শব্দ মালার কবিতার পান্ডুলিপির বর্ণগুলি
জন্ডিসের রুগীর চোখের রঙের মত পান্ডুর মনে হল।
ফরিঙের ভাল লাগে যখন সুগন্ধী ঘাস;
অথচ,মাছিদের অসহ্য নাকি পুদিনার চাষ!
তবুতো কুয়াশার ভোরে ভাল লাগে
কাকের পরুষ কন্ঠের ডাক!
আমি তো অবাক!আমি হতবাক!! ফেলনা নেইতো কিছু আজ
সব সৌখিন;
তবে কেন আজো মানব শিশু খুঁজে খুঁজে পায় রাস্তার ডাষ্টবিন?!!..
জবাব দাও বিজয় মিছিল করে
বলো আমরা হয়েছি স্বাধীন?!