ঘুম থেকে উঠে শুরু হয় কাজ
আমার অজান্তেই নেমে আসে সাঁঝ
সুস্পষ্ট হয়ে ওঠে কপালে ক্লান্তির ভাঁজ সবকিছু ভূলে যাই
শুধু ভুলিনা ওগো প্রিয়তম মা
বল মা, তোমাকে কি ভূলতে পারি ? তাই কি হয়?
তুমি যে আমার মাথার তাজ । সবকিছু ছেড়ে দিতে পারি !
এই দুনিয়ায়
এই কবিতা, এই কাজ ,
এমন কি এ চাকুরি ।
শুধু প্রিয়তম ওগো মা
তোমাকে না ছাড়ি ।