এক দুই তিন
আজকে ছুটির দিন
কাজের চাপে মাথাটা তাই
করছেনা ঘিন্ ঘিন্ ।


চার পাঁচ ছয়
চোঁখ রাঙানি নয়
নাইকো বসের দাঁতে দাঁতে
কিঁড়িমিঁড়ির ভয় ।


হঠাৎ বউয়ের বীণ
উঠলো বেঁজে ক্ষীণ
কেনাকাটার লিষ্টটি দেখে
কপালখানি উঠল বেঁকে
বুকের ভেতর কেমন জানি
করছেরে চিন্ চিন্ ।


আজকে ছুটির দিন
সবার ছুটি আছেরে ভাই
আমার বেলায় ভিন !
আমার শুধু নাইরে ছুটি
আর কবিতার নাই লীন ।


সাত আট নয়
তিন বছরের মেয়ে আমার
কত কথা কয়
আব্বু তুমি গল্প বল
বাইরে বেড়াতে চল
পাঁকা পাঁকা কথা আরো
বাড়ছে যে দিন দিন ।


আজকে ছুটির দিন
আরাম নামক শব্দ আজো
রইল যে অচিন !