আমাকে খুন করে ওরা
যুগে যুগে কালে কালে
কখনও আততায়ী,দুর্বৃত্ত
গুপ্তঘাতক,মহাপাতক
কখনও কালো আইনের
যাঁতাকলে ঠান্ডামাথায়
ক্ষমতার বলে!


আমাকে খুন করে ওরা,
আপদমুক্ত ভাবে
পথের কাঁটা দুর হল ভাবে;


খাম খেয়ালির রাজ্য গড়ে
বিবেক ধর্ষিত হয় ঘরে ঘরে
সেই বিবেকে বিচার করে
পেয়ে যায় অপরাধীরা
বেকসুর খালাস;
জন্ম নেয় আরো হন্তারক,ধর্ষক
ইভটিজার,নিশাচর নেশাখোর
আইনজ্ঞ,ক্যাঙ্গারু বিচারক;


আর বিচারালয়ে চরে বেড়ায়
রাজ শকুনের দলে;
কোলাহল ভেঙে আমি
তবু আসি অবাধ্য এই পৃথিবীতে
বারবার সত্য সুন্দর
পবিত্র লহু ঢেলে দিতে!