বলেছিলাম কানে কানে
শুকনো পাতা ঝরে বনে
ভালবাসি ভালবাসি
বলেছিলাম অঘ্রাণে ।
যমুনার তল
শুকায়েছে জল
জেগেছে বালুকা চর;
এইখানে কত
বাঁধিয়াছি শত
ছনে বাঁধা ঘর
গোপনে ।।
ভুলে গেছ সে সব আজি
আদর মাখা পুষ্পরাজি
ভেসে গেছে বেদনা বিঁধুর
বিরহ বানে ।।
ভুলে যেতে চাও
ভুলিয়া যাও
কেঁদোনা কোকিল কূজনে;
স্মৃতী মাখা পথ
অতীত শপথ
ভুলে যাই আজ দু'জনে
মনে প্রাণে ।।
তবু তুমি যে আমার
আমি যে তোমার
আকাশ বাতাস সবাই জানে ।।