তুমি ছিদ্রান্বেষণকারী।
তুমি খুঁতখুঁতে স্রষ্টার প্রতি।
অথচ তোমার বৃহদন্ত্র আর পায়ুপথ
তোমার মলাশয় দুর্গন্ধযুক্ত মল
রেখেছেন অন্দরে ঢেকে গোপনে
তোমাকে বানিয়েছে অমল।
হে চক্ষু চর্মহীন ধর্মহীন গাধা।
বার বার চোখ মেলো আবার মেলো
দেখো হাবলের টেলিস্কোপে অথবা
তার চেয়ে আধুনিক কোন কৌশলে
উঁকি মারো নভোযান ছাড়ো আরো
তারো বেশি আরো খুঁতখুঁতে;
কুতকুতে চোখে চেয়ে দেখো।
দৃষ্টি তোমার বিবশ হয়েছে কি?
আর কি কি ভ্রম খুজে পেলে তবে?
কবে সত্যি কথাটি বলবে
নিখিল এ বিশ্ব নিখুঁত আর পরিকল্পিত;
কোন এক স্রষ্টাই গড়েছেন নিপুন।
মানুষ, শুধু মানুষ নামের এক অসামান্য সৃষ্টির কাছে নিজের পরিচয়কে তুলে ধরবার
তরে এত অসীম জগৎ!!
খুজিছ কেবলি কোরান বাইবেল জিন্দাবেস্তা আর গীতা ভগবৎ??