সাভার গিয়ে বাবার কথা পড়তো মনে মায়ের কথা খুব।
গাঁয়ের কথাও পড়তো মনে তাল পুকুরে সপ্নে দিতাম ডুব।
সে সব স্মৃতী হাতরে আজি সাঁতরে বেড়াই এই ঢাকা।
এখন সবই যাব ভুলে চিন্তা কামাই
চোখটা নামাই দৃষ্টিতে শুধু টাকা।
ঢাকাই গাড়ী ঢাকাই বাড়ী দেইখা
গেলাম সব ভুলে
মানুষ নাকি য্ন্ত্র আমি দেখতে হবে পার্টস খুলে ।
ক্ষয়ে গেছে মনের হুইল হুইছেলটাও বাঁজেনা
মন্ত্র মানব যন্ত্র মানব এসব দিনে
বাজে না।
আমার তো আর কাব্য চর্চা আজকাল ভাই সাজেনা।
প্যাডেল মারি রিক্সা চড়ি ঘড়ি দেখার কাজে না।
করিমনে হইছে বেজার রহিমনেও জানে রে
একূল ও কূল দুকূল আমায় হ্যাচকা টানে টানেরে!!