পৌষ চলে গেছে এসেছে মাঘ
আগের সেই শীতের বাঘ
হারিয়েছে তীক্ষ্ণ নখর।
চাতক পাখির মনে সুখ নেই
দীঘল গ্রীষ্মের গ্রীবা
শীত তাই চকোরিনী পাখিকে হাসায়
হাসে চকোর।
ফখর বেড়ে গেছে সূর্যের প্রখর।
সূর্যের শাসন বুঝি হলরে পাকা পোক্ত
এখন সব পাল্টে গেছে
এসেছে নতুন জলবায়ু আর ইতিহাসের অত্যাচারীদের অক্ত!!