কতদূরে যাবে সখী
আরো কত পথ আছে বাকী
ছিঁড়িয়া বন্ধনে বাঁধা রাখী
ফেলে ভালবাসাটা কি?
সরে যাও,উড়ে যাও,ঘুরে এসো
পৃথিবীর নোনতা স্বাদ নিয়ে।
ঘিয়ে রঙা রাজ ঘুঘু বেজোড় হবে
কবে গাঙ শালিখেরা মরে যাবে
এই উতাল পাথারের পাড়ে।
কারে এসে বলবে সেদিন
আমি বেঁচে আছি?
নাকি মরে গেছি বসন্তের কোকিলের সাথে; রাতে ঘোর অন্ধকারে বলবে কারে পথ হারিয়েছি প্রিয়;
চিনে নিও বাজ পাখির তীক্ষ্ণ চোখে
ঈগলের ঠোটে কামড়ে দেখো ময়ূরের মুখে বিষাক্ত সাঁপ।
ঝাঁপ দিয়ে গাঙে;বলবে জানিনাতো সাঁতার!
মাথার ভিতরে প্রেম বুকে আসে নেমে
থেমে নাও মাঝ পথে পেছনে তাকিয়ে দেখো শুরু থেকে গন্ত্যেব্যের দূর।
সূর নাকি বেসূরো গম্ভীরা গীত?
উচিত নাকি কোনটা অনুচিত;
নিশ্চিত রেখে কেউ অনিশ্চিতে রাখতে গেলে পা;
ফসকে যাবে না,বলতে কি পারো?
টলতে কি পারো সিদ্ধান্তের বসন্তের দিকে?!
লিখে নাও ভালবাসা দু'মুখো সাঁপ কি হয়?দু'নলা বন্দুক তারে কয়!
নয় পিছুটান নয় তোমার ইচ্ছে অনিচ্ছেরই হোক তবু জয়;
লয় আর পরাজয় নিয়ে তোমারি ফিরিবার পথে রথে চড়ে আমি বসে রই;
হয়ত একদিন ঠিকই ফিরে আসবেগো সই;
নই আমি এত স্বার্থপর জেনো নই
আমার সব অশ্রু সখী তোমার মুখে ফোটাবার খই।