উত্তুঙ্গু সমুদ্রের ঢেউ এসে আছড়ে পরে
হৃদয়ের পাড়ে; কারে দেখাবো জমেছে চোখে অশ্রুর নোনতা ফেনা।
হেনা লাগানো বর্ণিল হাত সরে যায় সীমানার দিকে; চিকচিকে আষার চোখে ঝাঁপসা কুয়াশার ধোঁয়াশারা ভাসে।
ত্রাসে কাঁপে বুক উজবুক প্রেমিকার প্রেমে; ফ্রেমে বাঁধা স্বপ্নেরা মিশে যায় ঊর্ধ্বাকাশে।
পাশে দেখি আমিই একাকি আর কেউ নেই।
সেই নিঃসঙ্গতা নিয়ে ঘিয়ে রঙা বেজোড় ঘুঘু বুকের ভেতরে বসে কাঁদে; ফাঁদে আমি প্রণয় ফাঁদে কাঁধে অসহ্য ভার।
কার আর বইবার ক্ষমতাটি থাকে।
তাকে ভালবেসে নাকে দিয়ে দঁড়ি ছড়ি ঘোরায় সে পরি।
মরি মরি এমন প্রেমের বড়ি আর কেউ না যেন খায় আমার মতো।
ক্ষত নিয়ে কয়দিন বলো বাঁচা যায়??