কবিতার ছেঁড়া খাতা ছেঁড়া পাতা
এখানে সেখানে ছিটকে পড়ে থাকা
এলোমেলো স্যাঁতস্যাঁতে টেবিলের হাই ওঠা কবির উদ্ভট ঢেকুর।
উৎকট গন্ধেরা ছড়িয়ে পড়েছে ইঁদুরের মরদেহে পোঁকা কিলবিল করছে।
হিজিবিজি গিঁজগিঁজে মাকড়সার জালে ভরা দেয়ালে টিকটিকি ঘুরছে।
খুঁড়ছে আতংকে মেঝে আর বেকুব খেয়ালের চিৎকার ভাসে
কেউ বা পালায় বিছ্ছুর ত্রাসে
কেউ আহাম্মকির আর্ত হাসি হাসে।
পিচ্ছিল ইচ্ছের পিউপারা আহ্লাদে কাঁদে;
ভয়ংকর স্বপ্নেরা আর্তনাদে
এলোমেলো বাস্তব গিলে খায় স্বপ্ন চিলে!