গহীন অন্ধকারে মনে পড়ে তোমার আবছা মুখখানা
তোমার কালো চোখ কালো চুল আর
মনে পড়ে নরম হৃদয় তোমার।
কোনকালে হয়েছিল শেষ দেখা শুধু মনে নেই সেই কথা আজ।
এমনি শরমিতা তুমি ভালবাসি বলতে পার নাই অথচ নীলাজ
নীলাভ চোখে আমি দেখেছি তোমায়
তুমি হেসেছো চুঁপি চুঁপি তাই।
অনেক গল্প ছিল সাদা সিধা কথায় পাশ কেটে গেছো নাতিদীর্ঘ করে
সে সব আজ হয়ত মনে নাই।
লুকানো প্রেম সে আমি শিখি নাই
দিবালোকে উচ্চস্বরে তোমাকে শেখাই;
ভালবাসা ছাড় দিতে জানেনা জেনো
হৃদয় দখল করে কাছে পেতে চায়।
অস্পষ্ট ধোঁয়াশার আশা নিয়ে তোমার আবছা মুখখানা আজো খুঁজি হায়।