তুমি নেই তোমার গন্ধ পাই তবু জানালার কাছে
তুমি নেই তবু তোমার প্রিয় ঐ মুখখানি ভাসে
ফরিঙেরা এখনো খেলা করে বিকেলের ঘাসে
এখনো তোমার বিবাগী হাসি শুনি সন্ধ্যার বাতাসে।


তোমার শাড়ির সুবাস ওড়ে যেন শরতের আকাশে
তোমার ঠোটের স্পর্শ মনে হয় এখনো লেগে আছে
ঠিক আমার চিবুক ও কপোলের আশে-পাশে
তোমারি উপস্থিতি আমি টের পাই প্রতি নিঃশ্বাসে।


এখনো ঘুম ভাঙে তোমাকে হারানোর ত্রাসে
চারিদিকে অন্ধকার গিলে নেয় গোগ্রাসে
এখনো অপেক্ষা তোমারি জন্য বার মাসে
এখনো তোমারি জন্য রাতে জোৎস্নারা হাসে
এখনো তোমারি জন্য মনে কবিতারা আসে।