খেজুর রসের গন্ধ মুখে নিয়ে উড়ে গেছে
বাঁদুরেরা ভোঁরে;
চালতার গাছ লুকিয়েছে আজ কুঁয়াশার চাদরে।
শীতের শাল জড়িয়ে আছো আজ সূর্যমুখী তুমি
সকালের সোনা রোদ কখন তোমার সোনার
অঙ্গ যাবে যে চুমি!
শিশিরেরর জল বাবলা পাতায় লেবুর পাতার 'পরে
হীরের মত চকমকিছে সারাটা সকাল ধরে।