আধমরা স্বপ্ন গুলো জেগে ওঠে প্রায়শঃ
শেষরাতে রেশ তার থেকে যায় সমস্ত অহন
মনের গহন খুড়ে দেখি কবেকার
মৃতমুখ জীবন্ত কংকাল
নাকি তোমারি 'বগ বডিস'
অথবা তোমার মুখের ফসিল।


অমিল দেখিনা আমি
সুগঠিত চোয়ালের হাড়ে
চোঁখের বিবরে
করোটির ভিতরে উঁকি দেই
দেখি নসারন্ধ্র চিরে
নেই তুমি তোমার ঠোঁটের ভূমির
হয়েছে সর্বনাশ!
ভ্রুযুগল অথবা পাঁপড়ি চোঁখের
তবু টের পাই সুগন্ধীর কেলাসিত
করোটিকায় কার সুবাস!!


তবু তোমারে চাই
গড়েছিলাম হৃদয়ে যাকে
ভালবেসে আমি তিল তিল
তুমিই সেই স্বপ্নের ফসিল।