আমি মুজিবর দেখিনি শুনেছি সে স্বর
এখন দেখি হাজারো মাতব্বর
আমি মুজিবর দেখিনি শুনেছি তা গল্প
ধীরে ধীরে জেনেছি তা অল্প অল্প।।


মার্চের ঐ অগ্নিঝরা বয়ে আসে কানে
রেসকোর্সের ময়দান আমায় পিছু টানে
লক্ষ লক্ষ জনসুমুদ্রে হারিয়ে যাই
আপন মনে ক্ষণে ক্ষণে।।


কণ্ঠে তাহার প্রতিবাদের ভাষা
চোখে তাহার সোনার বাংলার ছবি আঁকা
দরদ ভরা কণ্ঠে জেগেছিল
কতনা রঙ্গিন আশা।।


একই লক্ষ একই নেশা
বাংলার জনগণ বাংলার মানুষ
পায় যেন ন্যায্য দাম ন্যায্য পেশা
হারায় না যেন পথের দিশা।।


গেয়ে সাম্যের গান
প্রতিবাদে বলিয়ান
একজন নেতা একজন মুজিব
কোটি বাঙালীর প্রাণ।।


আমি মুজিবর দেখিনি শুনেছি সে স্বর
প্রতিবাদের ভাষায় সোনার বাংলার নেশায়
মহান নেতা এক অদ্বিতীয় অধিকতর।।


আমি মুজিবর দেখিনি শুনেছি সে স্বর
এখন দেখি হাজারো মাতব্বর
নাম ভাঙ্গিয়ে করছে কত কি
বলছে সর এবার মুজিব সর!!!


আমি মুজিবর দেখিনি শুনেছি সে স্বর
তোমার মতন মহান নেতা
মনে রাখবে জীবনভর।।