সেদিন দেখেছিনু রাস্তার মোরে
এক কিশোর রয়েছিনু দাঁড়ায়ে
চোখ মুখ তার শুকায়ে গেছে
কতদিন যে দুমুঠো খাবার জোটেনি ললাটে!


পেট পিঠ এক হয়ে তার
ঘুরছে শুধু এধার ওধার
চোখের সামনে হাজারো মানুশ
রঙ বেরংের কতনা খাবার
শুধু কেউ নেই একটু দেবার!


কত কিশোর তারই সামনে
হেসে খেলে করছে বিশ্বজয়
তাদের সাথে মিশে একাকার হতে
সমাজের নানা ভয়!


এদিক সেদিক তাকিয়ে কিশোর
করল এক দৌড়
চোখ ছিল তার ওপারের খাবারের উপড়
পৌঁছাতে পৌঁছাতে খাবার গেল
পথের কুকুরের পেটে
এতটুকু খাবার নাহি জোটে!!


কত শত প্রতিযোগী এবেলা ওবেলা জোটে
পথের কুকুরও ওদের উপর চড়াও হয়ে ওঠে!


দুমুঠো খাবারের তরে
হাত পেতে ভীরে,
বাবু আমি বড় হব
থাকব আপন নীড়ে
স্বপ্ন দেখা কবেই গেছে ভুলে!


সাড়াদিনে ঘুড়ে ফিরে শ টাকা জমে
এভাবেই চলছে জীবন টেনে টুনে
তার উপড় লাভ গুনে দুষ্ট মহাজনে।


পথেই জন্ম পথেই মৃত্যু
মাঝখানে পার দিন গুনে
বড় হবার স্বাদ জাগেনা
থাকে মনে মনে!


বাবু আমি বড় হব
থাকব আপন নীড়ে
স্বপ্ন দেখা কবেই গেছে ভুলে!