আমি যদি যাই চলে
সবাই কি যাবে ভুলে!!!


আমি যদি যাই চলে
কেউ কি রাখবে না আমায়
মনে তুলে বা গল্পের ছলে!!!


আমি যদি যাই চলে
কাঁদবে সুজন কাঁদবে কুজন
কেউ খুশি হলে আবার কেউবা দু:খ পেলে!!!


আমি যদি যাই চলে
তোমাদের যত স্বপ্ন নিয়ে
দূর থেকে দেখব আমি গাইব আমি
হাসব আমি কাঁদব আমি
স্বপ্ন স্বপ্ন খেলা নিয়ে!!!


আমি যদি যাই চলে
শত ভুল ভেঙে
নিশ্চয় আমায় রেখোনা মনে
কারণেঅকারণে!!!


আমি যদি যাই চলে
গ্রীষ্মের ওই খাঁ খাঁ রোদে
যত্ন করে রেখে এসো
গরম যেন কম লাগে!!!


আমি যদি যাই চলে
কনকনে শীতে
হিমায়িত নাহি করো
বেজায় কষ্ট লাগে!!!


আমি যদি যাই চলে
শরৎ বা হেমন্তে
চুপি চুপি দিয়ে এসো
কারো উৎসবে প্রভাব নাহি লাগে!!!


আমি যদি যাই চলে
বাদল বার্ষায়
দুদণ্ড রাখিস আমায়
জলের মায়ায়!!!


আমি যদি যাই চলে
মধু বসন্তে
কোকিলারে ডেকে বলিস
গাইবে কানে কানে!!!


আমি যদি যাই চলে
মসজিদের ওই আযানের কালে
রাখিস আমায়
মসজিদেরই পাশে!!!


আমি যদি যাই চলে
ভাসিস না কেউ চোখের জলে
দোয়া রাখিস মন খুলে
সে যেন ভালো কোথাও রাখে তুলে!!!


আমি যদি যাই চলে
আজ নায় কাল
যাচ্ছে যাব
যেতে হবেই চিরকাল
তবে কি হবে বেধে যত আল!!!


আমি যদি যাই চলে
সময়ের আগে
করবো ক্ষমা করবো প্রার্থনা
আল্লাহ্ তায়ালার কাছে
যাবার আগে সুযোগ দিও
ভালো হতে সবাইকে!!!